দক্ষিন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়
DAKHIN SAKHIPUR HIGH SCHOOL
প্রতিষ্ঠাকালঃ ১৯৬৬ ইং, EIIN: 113496
ভেদেরগঞ্জ, শরিয়তপুর
  ব্রেকিং নিউজ  
ক্লাস | শিক্ষার্থী |
---|---|
ষষ্ঠ | 120 |
সপ্তম | 140 |
অষ্টম | 160 |
নবম | 120 |
দশম | 130 |
_____ জেলার অন্তর্গত _____ উপজেলাধীন অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান _________ ____ সালে প্রতিষ্ঠিত হয়।এ প্রতিষ্ঠানটি __________ মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ___ শতাংশ ভূমির উপর অবস্থিত। বিদ্যালয়ে একটি তিন তলা এবং দুইটি টিনশেড ভবন আছে।
বর্তমানে বিদ্যালয়টিতে মোট __ জন শিক্ষক শিক্ষিকা ,__জন সহকারী লাইব্রেরিয়ান , __জন কর্মচারী এবং প্রায় __ জন ছাত্র-ছাত্রী নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি এক শিফটে ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৪:০০ টা পর্যন্ত চলে। শিক্ষক শিক্ষিকাগণ নিয়মিত আগমন ও প্রস্থান করেন। এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিচিত। আমরা সকলেই বিদ্যালয়টির সার্বিক মঙ্গল কামনা করি।
দক্ষিন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়
ভেদেরগঞ্জ,শরিয়তপুর